G-X8PRCEGCWT

ইসলামী শরীয়ত চলে না ইংরেজী ক্যালেন্ডারে

কলাম/ মুক্তমত
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪
ইসলামী শরীয়ত চলে না ইংরেজী ক্যালেন্ডারে
খলিলুর রহমান
রমজান ও ঈদের দিনক্ষণ নিয়ে সবচেয়ে বড় ভুল আমাদের দেশের কিছু মৌ’লোভীর। তারা রমজান ও ঈদের দিনক্ষণকে ইংরেজী ক্যালেন্ডার দিয়ে হিসেব করেন,যেটা হচ্ছে সৌর সনের ক্যালেন্ডার। অথচ শরয়ী বিধানের সাথে সৌরসন ও সৌর দিনের নুন্যতম কোনো সম্পর্ক নেই।
আমাদের দেশে বছর ও দিন তিনপ্রকারে হিসেব করা হয়। ইংরেজী ক্যালন্ডারে রাত ১২ টা থেকে পরের দিন হিসাব করা হয়। সূর্যোদয় থেকে বাংলা সনের দিনের হিসাব এবং সূর্যাস্ত মানে আগের দিনের মাগরিব থেকেই হিজরী সনে পরের দিনের হিসাব।
২৬ রমজান ইফতারের সময় থেকেই ২৭ রমজান (শবে কদর ও রবিবার) শুরু। তাই রাত ১২ টার আগেই আমরা পরের দিনের অর্থাৎ রবিবারের তারাবীহ পড়ে নেই। অথচ ইংরেজী হিসাব মতে রাত ১২ টার পর থেকেই পরের দিনের হিসাব এবং পরবর্তী রাত রাত ১২ টায় গিয়ে পরের দিনের শেষ। আবার বাংলায় ভোরের সূর্যোদয় থেকে পরের দিনের (রবিবারের) হিসাব এবং সেটা পরবর্তী সূর্যোদয় পর্যন্ত রবিবারই থাকে।
প্রশ্ন হলো যদি কেউ তার স্ত্রীকে বলে ‘রবিবার থেকে তুৃমি তালাক’, তখন তার দেওয়া তালাকটা সেই স্ত্রীর উপর কোন সময় থেকে কার্যকর হবে? যদি ইংরেজী সৌর সনের হিসাবে হয়, তখন শনিবার দিবাগত রাত ১২ টা থেকে কার্যকর হবে। বাংলা সনের হিসাব মতে যদি হয়, তখন পরের দিন তথা রবিবার সকালের সূর্যোদয় থেকে কার্যকর হবে। আর হিজরী চন্দ্র মাস ও দিনের হিসাব মতে যদি হয়,তখন শনিবার দিনগত সূর্যাস্ত থেকেই তালাক কার্যকর হয়ে যাবে। এখন মৌ’লোভীরা কোন সময়কে তালাক কার্যকরের সময় ধরে নেবেন? সবাই বলবেন-শনিবার মাগরিব থেকেই যেহেতু রবিবার শুরু, তাই শনিবার দিনশেষ মাগরিব থেকেই তালাক কার্যকর বলে ধরে নিতে হবে। কারণ মাগরিব থেকেই রবিবারের শুরু।
মোট কথা শরীয়তের সকল বিধানের দিনক্ষণ চন্দ্র সনের তারিখ ও দিনক্ষণ হিসাব করে কার্যকর হয়ে থাকে এবং এটাই মুসলিম উম্মাহ’র সর্ববাদী সম্মত সিদ্ধান্ত।
উপর্যুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান যে, চন্দ্রমাসের দিনক্ষণ ও তারিখ সবখানেই এবং সব দেশেই সন্ধ্যা থেকে শুরু হয়ে থাকে। তাই যেখানে সন্ধ্যা সেখানেই চন্দ্রমাসের দিনক্ষণ।
সৌদী আরবে যখন চাঁদ দেখা হয়,তখন তাদের সন্ধ্যা হলেও আমাদের বাংলাদেশে রাত হয় প্রায় ১০টা। তাই সৌদীর চাঁদ দেখাতে আমাদের দেশের ১লা শাওয়াল হবে না। আমাদের ১লা শওয়াল হবে পরদিন সন্ধ্যা থেকেই। পৃথিবির চক্রবালে চন্দ্রমাসের দিনক্ষণ ঘুরে ঘুরে একেক সময় একেক দেশে ভিন্ন হয়ে থাকে। তাই আল্লাহ তার পাক কালামে এরশাদ করেছেন-
يسئلونك عن الاهلة، قل هى مواقيت للناس- الاية
আয়াতের সারমর্ম চন্দ্রমাসের শুরু ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে। নতুন চাঁদও বহুবচনে একাধিক (الاهلة) হয়ে থাকে। তাই সৌদী আরবে ১লা শাওয়াল আমাদের হবে ৩০ বা ২৯ শে রমজান।আর আমাদের ১লা শাওয়াল হবে সৌদী আরবের ২রা শাওয়াল।
অতএব,ইংরেজী ক্যালেন্ডার দিয়ে চন্দ্র মাসের দিনক্ষণের হিসাব ও ধার্যকরণ সম্পূর্ণ বাতুলতা মাত্র। এহেন মূর্খতা থেকে আমাদের অবশ্য বেরিয়ে আসতে হবে।
والله الموفق واليه المرجع والمأب
শেয়ার করুন