ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। শনিবার আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে র্যাংকিংয়ের রেটিং পয়েন্টে একধাপ পিছিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার আইসিসির সবশেষ হালনাগাদে দেখা যায়- বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩২০৯। শ্রীলংকার রেটিং পয়েন্ট ৩৫১২। ৯২ পয়েন্ট করে নিয়ে ৭ ও ৮ নম্বর পজিশনে আছে শ্রীলংকা-বাংলাদেশ।
ওয়ানডে র্যাংকিংয়ে আগের মতো শীর্ষেই রয়েছে বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত। তারপর আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থান যথাক্রমে ৯ ও ১০ নম্বরে।