বিশিষ্ট সাংবাদিক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম অবহিত করতে হবে। রণাঙ্গণে তার সাহসী ও সফল নেতৃত্বের কারণে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিলো। বাঙ্গালির মর্যাদা ও অধিকার আদায়ে তিনি আজীবন আপসহীন ছিলেন। বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিকদের অধিকার আদায়ে তিনি সাহসী ভূমিকা পালন করেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের সভাপতি ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেটের সভাপতিত্বে ২৫৬ তম সাহিত্য আসরে মুল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি।
সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ডা. মুহাম্মদ মাশুকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গুলজার আহমদ হেলাল এবং আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, কবি সালেহ খসরু। অনুষ্ঠানে লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, কবি কামাল আহমদ, চিত্রশিল্পী কবির আশরাফ, আলিফ নূর, মকসুদ আহমদ লাল প্রমুখ।