সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এসময় সড়কের বাজার এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থইে মৃত্যু হয়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের পরিবারের ঘনিষ্টজন সাংবাদিক এনামুল হক মুন্না।