G-X8PRCEGCWT

গোলাপগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
গোলাপগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

সিলেটের গোলাপগঞ্জে গত ০৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেপ্তারকৃত দুজনই ০৫/১৪৯ নং মামলার এজাহার নামীয় আসামি।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন শিববাড়ি মাছবাজার থেকে নিত্যানন্দ বিশ্বাস(৩৮) নামের এক জেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব। সে সিলেট সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের চিটা গোটাটিকর (চংপাড়া) গ্রামের দ্বিরেন্দ্র বিশ্বাসের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মশিউর রহমান সুহেল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এরআগে গত বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ থানা এলাকার হেতিমগঞ্জ বাজার থেকে মাহদি হোসেন আরিফ(৩৭) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। সে উপজেলার জায়ফুরপুর গ্রামের মৃত হাবিব হোসেনের ছেলে। তাকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে গ্রেপ্তারকৃত নিত্যানন্দ বিশ্বাস ওই মামলার ৮ নম্বর ও মাহদি হোসেন আরিফ ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

জানা যায়, গত ৪ আগস্ট গোলাপগঞ্জ এমসি একাডেমির সম্মুখ হতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কদমতলীস্থ ইসলাম প্লাজার সামনে গেলে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের উপর হামলায় চালায়। হামলায় হেতিমগঞ্জ গঞ্জগ্রামের আব্দুর রহমানের ছেলে আবু তাহের নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ওই যুবক সিলেট আদালতে একটি (০৫/১৪৯) মামলা দায়ের করেন। ওই মামলায় উল্লেখিত দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর অভিযানিক দল।

শেয়ার করুন