G-X8PRCEGCWT

গ্রেপ্তার হওয়া মামলায় জামিনে ছিলেন মুক্তাদির, অতঃপর মুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
গ্রেপ্তার হওয়া মামলায় জামিনে ছিলেন মুক্তাদির, অতঃপর মুক্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওই মামলায় তিনি জামিনে ছিলেন। শনিবার গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখালে সন্ধ্যার দিকে ছেড়ে দেওয়া হয়। এরমধ্যে গ্রেপ্তারের তিন ঘণ্টা অতিবাহিত হয়ে যায়।

এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।

তিনি বরেন, মুক্তাদিরের আইনজীবীরা থানায় মুক্তাদিরের জামিনের কাগজপত্র প্রদর্শন করলে শনিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরআগে শনিবার বিকাল ৩টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে সিলেট কতোয়ালি থানা পুলিশ।

সুদীপ বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারিন্ট ছিলো। সে মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কতোয়ালি থানাতেই রাখা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। ইফতার আগ মূহূর্তে ছাড়া পান মুক্তাদির।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

শেয়ার করুন