বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি, নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের কন্যা, সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
রোববার বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা একেএম তারেক কালাম, রেজাউল হাসান কয়েস লোদি, গোলাম রব্বানী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনূর আহমদ , শাকিল মোর্শেদ, সাফেক মাহবুব , মুকুল মুর্শেদ , এড. আল আসলাম মুমিন, মুফতি নেহাল আহমদ, আলী আকবর, সায়েদুল হক সুহেল, জালাল খান, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, এনামুল কুদ্দুছ চৌধুরী, লুৎফুর রহমান মোহন, মঞ্জুরুল হাসান মনজু, মিজান আহমদ, রফিক আহমদ, ফয়েজ উদ্দিন মুরাদ, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুল মালেক, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, রায়হান এইচ খাঁন, জাহেদ আহমদ, ইসলাম উদ্দিন, আশরাফুল আলম বাহার, আবদুল লতিফ খান, সুহেল ইবনে রাজা, টিটন মল্লিক, সাইদুল এনাম লাহিন লিটন, এস এম পলাশ, সাইদুল হক সেফুল, আব্দুল হাদি, ফখরুল ইসলাম, হাসান হাফিজুর রহমান টিপু, মিজান আহমেদ, আলমগীর হোসনে, আব্দুল মজিদ, তোফায়েল আহমদ, আব্দুস সামাদ লস্কর মুনিম, নানু মিয়া , রওশন খাঁন, ফজলু আহমদ, রিফল আহমেদ, রাসেল আহমেদ, জুয়েল আহমেদ, রায়হান আহমেদ প্রমূখ।
এসময় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমান দেশের স্বনামধন্য চিকিৎসক। সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তাকেও ছাড় দেয় নি। মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে থাকেও দেশে ফিরতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। জনগন একদিন সকল ষড়যন্ত্রের জবাব দেবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ডা. জোবায়দা রহমান দেশের এই ক্রান্তিলগ্নে দেশকে বাঁচাতে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুপ্রেরণা দিচ্ছেন, সহযোগীতা করছেন। দেশের গণতন্ত্র মুক্তির এই চলমান আন্দোলনে ডা. জোবায়দা রহমানও সাহসিকতার সহিত ভূমিকা রাখছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ডা. জোবায়দা রহমান কোন সাধারণ পরিবারের নারী নন। তিনি সিলেটের ঐহিত্যবাহী পরিবারের সন্তান। আওয়ামীলীগ তাকে নিয়েও ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সময় আর বেশী বাকি নেই। সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমান বীরের বেশে স্বদেশে ফিরবেন ইনশাআল্লাহ।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, অভিলম্বে ডা. জোবায়দা রহমানের উপর দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যতায় এর পরিণতি খুব শুভ হবে না।