সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোল্লাগ্রাম শাখার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল এক বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার করেন শাখা কর্তৃপক্ষ।
আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ক্বারী ফাহিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শাহিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শাখা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ও সহি শুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণের এই কেন্দ্রটি বংশ পরম্পরায় চলমান রাখার অনুরোধ জানান। এসময় কেন্দ্র পরিচালনায় তার সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আব্দুল মুকিত, হাফিজ আব্দুস সামাদ ও আলী আহমদ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষার্থীদের অভিভাবকগণ, সহকারী ক্বারী ও ক্বারিয়াবৃন্দ।