দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট ও হবিগঞ্জের উপপরিচালককে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের এক অফিস আদেশে তাদের স্থলে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাৎকে সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে এবং একই কার্যালয়ের (সম্পদ ব্যবস্থাপনা) মো. এরশাদ মিয়াকে হবিগঞ্জের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে দুদকের ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালককে রদবদল করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জ জেলার উপপরিচালক মোজাম্মিল হোসেনকে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (বিঃ অনু ও তদন্ত-০১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বদলির আদেশে সিলেটের বর্তমান উপপরিচালক মো. জাবেদ হাবিবের নতুন কর্মস্থলের কথা উল্লেখ করা হয়নি।