বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কার্যকরী পরিষদের প্রথম সভায় ক্লাবের নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব (রেজি.নং-৯৮৭৩৬/১২) সিলেট জেলা শাখার কার্যকরী পরিষদের প্রথম সভা শুক্রবার বাদ জুমআ’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় দক্ষিণ সুরমাস্থ নাঈম এন্টারপ্রাইজে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাঈমুর রহমান নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিকের সঞ্চালনায় কার্যকরী পরিষদ সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি শেখ সেলিম উদ্দিন আহমদ, সহ সভাপতি রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, দপ্তর সম্পাদক রুহুল আমিন তালুকদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু তালহা তোফায়েল, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এহসানুল করিম, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সদস্য মোঃ আশরাফুল আলম।
সভায় সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপন, পবিত্র রমজানুল মোবারকে ইফতার মাহফিলসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।