চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৬৭টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে বিশেষ এ অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি মূল্যের এই মহিষগুলো আটক করা হয়। তবে, এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল টিম। এসময় ওই এলাকা থেকে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।