বিয়ন্সের কনসার্টে নেচে-গেয়ে উদযাপন করলেন হলিউড তারকা টম হল্যান্ড ও জেন্দায়া। মঙ্গলবার ওয়ারশতে রেনেসাঁ কনসার্টে যোগ দেওয়ার সময় টম হল্যান্ড-জেন্দায়ার গান গাওয়া ও নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
‘স্পাইডারম্যান’ খ্যাত তারকাদের তাদের ভক্তরা টমদেয়া নামকরণ করেছেন। বিয়ন্সের শো চলাকালীন ‘লাভ অন টপ’ গানে নেচে-গেয়ে দর্শকদের বিনোদন দিয়েছে এই জুটি।
কনসার্টে অংশ নেওয়া একজন ভক্তের তোলা একটি ভিডিও প্রকাশ হওয়ার পরপরই অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন তাদের পারফরম্যান্স দেখে। ‘তুমিই একজন যাকে আমি ভালোবাসি/ তুমিই আমার প্রয়োজন’―গানটিতে নাচে এই জুটি। দুজনের পারফরম্যান্সের সময় হল্যান্ড প্রকাশ করেন কিভাবে জেন্দায়া তার প্রেমে পড়েছিলেন।
এদিকে দুজনের এই নাচের ভিডিও অনলাইনে প্রকাশ হওয়া মাত্র ভক্তরা তাদের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন।
একের পর এক মন্তব্য করে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। এক ভক্ত মন্তব্য করে জানিয়েছেন, তারা দম্পতিকে দেখে খুব খুশি হয়েছেন। অপর এক ভক্ত জানিয়েছেন, হলিউডের পারফেক্ট জুটি দুজন। কেউ কেউ অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, তারা প্রকৃত জুটি। তাদের ভালো না বেসে থাকা যায় না।
বিশ্বখ্যাত পপতারকা বিয়ন্সে এখন তার রেনেঁসা ট্যুর নিয়েই ব্যস্ত রয়েছেন। সম্প্রতি কার্ডিফে তার কনসার্ট শেষ করে বর্তমানে তার রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপ সফরে ব্যস্ত রয়েছেন গায়িকা। বিয়ন্সে এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বমঞ্চে তার ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন এবং তার সপ্তম স্টুডিও অ্যালবাম রেনেসাঁরা নামেই এই সফরের নামকরণ করেছেন। সফরটির সূচি হিসেবে কুইন বিয়ন্সে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে পারফর্ম করতে প্রস্তুত।
সফরটি ১০ মে স্টকহোমের ফ্রেন্ডস এরিনা থেকে শুরু হবে এবং তারপর কার্ডিফ, এডিনবার্গ, সান্ডারল্যান্ড, প্যারিস, লন্ডন, মার্সেই, আমস্টারডাম ও ওয়ারশের মতো শহরগুলোতে ইউরোপজুড়ে পারফর্ম করে যাবেন এই গায়িকা।
সূত্র : ডেইলি মেইল ইউকে