G-X8PRCEGCWT

মোগলাবাজারে ছিনতাইকালে গোলাপগঞ্জের ৩জন গ্রেপ্তার : সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
মোগলাবাজারে ছিনতাইকালে গোলাপগঞ্জের ৩জন গ্রেপ্তার : সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকায় ছিনতাইকালে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গত রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় সিলেট সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের অন্তর্গত মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এএসআই মো. রফিকুল ইসলাম বাদী মোগলাবাজার থানায় একটি মামলা (০৪/১২৬) দায়ের করেছেন। এরপর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীরামপুর বাইপাস রোড হয়ে পারাইরচকগামী গাড়ি থামিয়ে কিছু যুবক ছিনতাইর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ গ্রামের গৌছ মিয়ার ছেলে শাহান আহমদ(২০), হেতিমগঞ্জস্থ হাতিমনগর দক্ষিণ গ্রামের হান্নান মিয়ার ছেলে নাঈম আহমদ(২৫) ও একই এলাকার কায়স্তগ্রামের মাহমদ আলীর ছেলে আবু বক্কর(২২)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ছিনতাই কাজে ব্যবহৃত রড, প্রায় ২ ফুট লম্বা চাকু ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

তবে ঘটনার সাথে জড়িত সকলেই ছাত্রদল কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে এবং দলীয় বিভিন্ন অনুষ্ঠানের ছবি থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহমেদ জানান, চার জনের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই চেষ্টার সাথে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে তিনজকে গ্রেপ্তার করা হলেও হেতিমগঞ্জ এলাকার রফিপুর (নয়ামসজিদ) গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আলম(২৫) নামের একজন পালিয়ে গেছে। ধৃত আসামিদের সাথে তাকেও আসামি করা হয়েছে।

শেয়ার করুন