G-X8PRCEGCWT

সম্মিলিত নাট্য পরিষদ থেকে পদত্যাগ করলেন রজত কান্তি গুপ্ত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
সম্মিলিত নাট্য পরিষদ থেকে পদত্যাগ করলেন রজত কান্তি গুপ্ত

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সিলেটের সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক বরাবরে লিখিতভাবে তিনি ব্যাক্তিগত ও পারিবারিক কারণে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মর্মে উল্লেখ করেন।

রজত কান্তি গুপ্তের পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানানো হয় তিনি ৬ সেপ্টেম্বর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন এবং অদ্য ৮ সেপ্টেম্বর রবিবার প্রধান পরিচালক এর কাছে ভার্চুয়ালি প্রদান করা হয়।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন বিগত সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন। ইতিপূর্বে তিনি পরপর পাঁচবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি লিখিত আবেদনে বলেন, সভাপতির দায়িত্ব পালন কালিন সময়ে তার আচরণ ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সকলকে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান,তিনি সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সহ নাট্য পরিষদের সকল নেতৃবৃন্দ, সংগঠনের সকল অগ্রজ ও অনুজ সদস্যবৃন্দ,সাংস্কৃতিক অঙ্গনের সকলের প্রতি, জনপ্রতিনিধি,প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সকল সুধীজনের প্রতি নাট্য পরিষদের দায়িত্ব পালনে পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন