G-X8PRCEGCWT

রায়নগর শিশু পরিবারের নিবাসীদের মাঝে সিফডিয়ার ঈদবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩
রায়নগর শিশু পরিবারের নিবাসীদের মাঝে সিফডিয়ার ঈদবস্ত্র বিতরণ

গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিফডিয়ার উদ্যোগে রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিলসহ অতিথিবৃন্দ।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, পবিত্র রমজান মাস কল্যানকর মাস এমাসে এতিমদের দান করা একটি বরকতময় পূন্যের কাজ। এতিম শিক্ষার্থীর জন্য প্রতিবছরের ন্যায় সিফডিয়ার আজকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এসকল শিক্ষার্থীরা একদিন সমাজ ও রাষ্ট্রের কল্যানে মানবতার কল্যানে কাজ করবে সমাজ উপকৃত হবে। তিনি দুস্থ অসহায়, এতিমসহ মানবতার কল্যানে সর্বস্তরের মানুষকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিফডিয়ার উদ্যোগে রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় রায়নগর সরকারি শিশু পরিবার এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার উপদেষ্টা রোটারিয়ান ফারেছ আহমদ চৌধুরী, রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) উপ তত্ত¦াবধায়ক মুনতাকা চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) সহ তত্ত¦াবধায়ক নাসিমা আখতার ও কারিগরী প্রশিক্ষক নাজিরা খাতুন ও সিফডিয়ার সদস্য মো আব্দুস সহিদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় এক-শতাধিক শিশুর মধ্যে ঈদপোষাক ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন