অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ শফিকুল ইসলামকে দেশে ফিরে যাওয়ার নিমিত্তে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
২৫ জানুয়ারি দূতালয় কার্যালয়ে এ টিকেট হস্তান্তর করা হয়। এ সময় হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোহাম্মদ শফিকুল ইসলাম মালদ্বীপে নির্মাণ কাজ করার সময় হাতে গুরুতর আঘাত পান ও একটি হাত হারান। আগামী ২৭ জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।