মুমূর্ষ রোগীদের স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি এবার হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রক্তদাতাদের সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট। সংগঠনটির পক্ষ থেকে সর্বশেষ বুধবার রাতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানী গ্রামে দরিদ্র জনগোষ্টীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে ২ ধাপে ধারাবাহিকভাবে নগরীর ফুটপাতে পড়ে থাকা ছিন্নমূল মানুষ ও নগরীর ৬নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৃথক স্থানে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিটি ব্লাড সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি জাবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক রনি আহমদ, সোসাইটির অন্যতম সেচ্ছাসেবী, তাহিদ আহমদ, সাহেদ আহমদ, অসিম দে, সুমন আহমদ, ফারুক আহমদ ও মিলন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি