G-X8PRCEGCWT

ইস্ট লন্ডনের সর্ববৃহৎ ঈদের জামাত মাইল অ্যান্ড স্টেডিয়ামে

একাত্তর ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৩
ইস্ট লন্ডনের সর্ববৃহৎ ঈদের জামাত মাইল অ্যান্ড স্টেডিয়ামে

পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় ব্রিটেনেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বুধবার (২৮ জুন) উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মাইল অ্যান্ড স্টেডিয়ামে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯ টায়। প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী, পুরুষ ও শিশু ঈদের জামাতে শরিক হন।

 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় ও স্থানীয় কমিউনিটির (ঈদ ইন দ্য পার্ক কমিটির) উদ্যোগে এ ঈদের জামাতের আয়োজন করা হয়। এবারের ঈদুল আযহার নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মারকাজি মসজিদের ভিজিটিং ইমাম মাওলানা শায়েখ নুরসালিন মিয়া।

শেয়ার করুন