G-X8PRCEGCWT

ওসমানী মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শিশির ও উপাধ্যক্ষ ডা. মুজিবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ওসমানী মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শিশির ও উপাধ্যক্ষ ডা. মুজিবুল

ফাইল ছবি: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এবং উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মুজিবুল হক।
রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) যুগ্ম-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এর আগে একই মেডিকেল কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. মুজিবুল হক এর আগে একই প্রতিষ্ঠানের পিডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বদলি পদায়নকৃত কর্মস্থলে মুভ ইন হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন