উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ-সহ ১১ আসামির জামিন মঞ্জুর করেন। তাদেরকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়ে ৬ সপ্তাহ পর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
জামিনের সত্যতা নিশ্চিত করেছেন সায়ীদ মো. আব্দুল্লাহর আইনজীবি অ্যাডভোকেট মুহাম্মদ মিসবাহ উদ্দিন।
জানা গেছে, গত ৬ জুন সকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে আগ্নেয়াস্ত্রসহ মহড়া দেন বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। সিসি ক্যামেরায় ধারণকৃত অস্ত্রমহড়ার দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েল পুরো দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনার বরাবরে ব্যবস্থাগ্রহণের আবেদন করেন কাউন্সিলার প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ। এই ঘটনায় প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে মূল অস্ত্রধারী তুহিনকেও গ্রেফতার করা হয়। যদি কাউন্সিলর আফতাব এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অস্ত্র মহড়ার ঘটনায় ইতোমধ্যে কাউন্সিলর প্রার্থী আফতাবের প্রার্থীতা বাতিল করেছেন নির্বাচন কমিশন।
অপরদিকে কর্মীকে মারধরের অভিযোগে কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন আফতাব হোসেন খান। এই মামলায় পুলিশ ২জনকে গ্রেফতার করে। এই মামলাকে গায়েবী মামলা আখ্যা দিয়ে তাকে এবং তার কর্মী-সমর্থককে হয়রানী না করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বরাবরে আবেদন করেছেন সায়ীদ মো. আব্দুল্লাহ। অবশেষে আফতাবের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে বৃহস্পতিবার জামিন নিয়েছেন সায়ীদ আব্দুল্লাহ।