সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে নগরীর খাসদবির পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মঞ্জুরুল করিম তুহিন।
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিমের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাঈনুল ইসলাম এবং সাঈদ মাহমুদ ওয়াদুদ এর যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ হোসেন চৌধুরী, ছালেহ আহমদ খছরু, মাহবুব কাদির শাহী, সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহমুদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কমিশনার কামাল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাফি সায়েদ, সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাঈদ হোসেন সাবু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ.এস. এম সায়েম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মূর্শেদ, মহানগর যুবদল নেতা লায়েক আহমদ, মামুন আহমদ মিন্টু, আহসানুল জামান শহিদ, আসাদ আহমদ, ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সৈয়দ আমিন আহমদ, ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুলতান বক্স মনসুর, আজমল আহমদ, সাহেদ আহমদ টিপু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক আকবর আলী, কোম্পানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিসবাহ আহমদ জেইন, মহানগর যুবদল নেতা এনামুল হক সুহেল, গোলজার আহমদ, ইমাদ উদ্দিন চৌধুরী, জুবের আহমদ আমেরী, কাউসার আহমদ, আহমেদ হোসেন খান, মঞ্জুরুল করিম তুহিন, আহমেদ মোহন, শাহরিয়ার খান শাহেদ, শাওন আহমদ ইমরান, শেখ রাসেল, আবু সুফিয়ান, সোহেল আহমদ, মোশাহিদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, সাহেদ আহমদ দিপক, হাসান আহমদ রাসেল, রহমত আহমদ টিটু, রিজভী জামাল, শহীদ নূর, আলী ইসলাম, সজল আহমদ, মোহিন আহমদ, রাবেল আহমদ, মনির হোসেন, ফয়ছল আহমদ, সজল আহমদ, এনামুল হক ঝুমন, আবুল কালাম শাহেদ, আমির আলী, নাজিম আহমদ, নাইয়ান আহমদ রিপন, নাদিম, সাজু রহমান, মো: সুজাত, সৌরভ সিদ্দিকী, রবিন আহমেদ, শেখ মোহাম্মদ শরিফ, ইমন আহমদ, রাজু, ফাহিম, সৌরভ আহমেদ, সাব্বির আহমেদ, সানি আহমেদ, ইয়াসিন আহমেদ মান্না, সেলিম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট শহরের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতা আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পরও রহস্যজনক কারণে হত্যাকাণ্ডের মুল হোতাসহ অধিকাংশ অভিযুক্তই এখন পর্যন্ত গায়ে হাওয়া লেগে বেড়াচ্ছে। সরকারের ছত্রছায়ায় এসব খুনিদের শেল্টার দেয়া হচ্ছে। অবিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজ্ঞপ্তি