কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের জেলার কোম্পানীগঞ্জে দশ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানার তদন্ত অফিসার আল-আমীনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ধর্ষক তাহের মিয়া(৩২) উপজেলার ভাটরাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসবর আলীর কনিষ্ট পুত্র।
জানা যায়, গত ১৮ এপ্রিল মঙ্গলবার ভোর ৭ টায় উপজেলার ‘ভাটরাই’ গ্রামের এক অসহায় বিধবা মায়ের দশ বছরের শিশুকন্যা বাড়ির পাশের গাছের আম কুড়াতে গিয়ে লম্পট তাহেরের লালসার শিকার হয়। এসময় মেয়েটির আর্তচিৎকার শুনে দৌড়ে ঘটনাস্থলে আসে তারই সহোদর ছোট ভাই। ততক্ষণে তাহের পালিয়ে গেলেও রক্তাক্ত বোনকে দেখে হতবিহ্বল ছেলেটি দৌড়ে ছুটে যায় বাড়িতে। ঘটনা শুনে প্রাণপনে ছুটে আসেন হতভাগা মা। তাৎক্ষণিক মেয়েকে নিয়ে ছুটে যান কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। অবস্থা দেখে ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে যাওয়ার পর ওয়ান স্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ধর্ষণের আলামত প্রমাণিত হলে আইনী সহায়তা নিতে বলা হয় ভিকটিমের মাকে।
ভিকটিমের মা জানান, ধর্ষণের বিষয়ে তাকে ওসমানী হাসপাতাল থেকে জানানো হয় এবং আইনী সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন। এসময় তার ও শিশু ছেলের জবানবন্দি নিয়ে অভিযোগটি আমলে নেয় পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ধর্ষিতার মা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক তাহেরকে গ্রেফতার করা হয়েছে।