সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ শাহাব উদ্দিন। তিনি উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, ব্যক্তি, প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্য সচিব মোঃ শাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া সভাপতি শাহাব উদ্দিন এক প্রতিক্রিয়ায় বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সবধরনের সহযোগিতা ও আন্তরিকতা আরো একধাপ এগিয়ে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলাভিত্তিক শ্রেষ্ঠত্বের আসনে আরো যারা আসীন হলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চিলাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি লাল দাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না ঘোষ। সহকারী শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রওশন আরা বেগম, তেলীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার শ্রেষ্ঠ কাব শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করে মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।