প্রতি বছরের ন্যায় এই বছরও অসহায় ও ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে সকল সদস্যদের সমন্বয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জাতীয় গণমাধ্যম কমিশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সংবাদ পত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মচারী পেশাজীবীদের সমন্বয়ে সংগঠিত এই সংগঠন। সংগঠনটি দেশর ক্লান্তিলগ্ন ও দুঃসময়ে সমাজের বিভিন্ন দায়বদ্ধতা নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েও জাতীয় গণমাধ্যম কমিশনের সাংবাদিকবৃন্দ সত্য ও ন্যায়ের প্রত্যয় নিয়ে নিরপেক্ষভাবে মানবিক কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় শীতবস্ত্র হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সংগঠনটির মঙ্গল কামনা করেন শীতার্তরা।
গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও রেহান উদ্দিনের সঞ্চালনায়
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ।
তিনি বলেন, জাতীয় গণমাধ্যম কমিশন এগিয়ে যাক মানবতার কাজে। আমি ফেসবুকে দেখেছি জাতীয় গণমাধ্যম কমিশন রেল স্টেশনে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করছে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক, স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার কামাল খাঁন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- আমিনুল হক, সাহান উদ্দিন নাজু, যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ, হেলাল আহমদ, ছাদেক আহমদ, ফখরুল ইসলাম, আব্দুর রহিম, সুহেল আহমদ মো. রুবেল তালুকদার, নোমানুল ইসলাম ইমরান, ফয়জুল আলী শাহ, রুমান আহমদ, আনিকা বেগম, আয়শা বেগম, বেলাল আহমদ, কামরুল ইসলাম, শাহান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি