G-X8PRCEGCWT

ঘন কুয়াশায় সিলেটে নামলো আন্তর্জাতিক দুই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
ঘন কুয়াশায় সিলেটে নামলো আন্তর্জাতিক দুই ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সেগুলো ঢাকায় ফিরে যায়।
ইউএস বাংলা এয়ারওয়েজের সিলেটের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমাদের দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

শেয়ার করুন