ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুত্রুবার সকালে উপজেলার পৌর শহরে এসআই আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে পৌর শহরে বাঁশখলা গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পৌর শহরের বাঁশখলা গ্রামের আরব আলীর পুত্র সালাম(২৫), একই গ্রামের আকবর আলীর পুত্র কাশেম(২৬), একই গ্রামের ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২)।
পুলিশ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত দলের তিন সদস্যরা খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক মামলা সহ প্রায় ২১ টি মামলার পলাতক আসামি। এদের নেতৃত্বে ছাতকসহ সিলেট বিভাগীয় শহরে আন্তঃজেলা ডাকাত দলের সিন্ডিকেট সক্রিয় সদস্য হিসাবে ডাকাতির একাধিক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এব্যাপারে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা পলাতক আসামি।