G-X8PRCEGCWT

ছাতকে ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত মার্চ ২৯, ২০২৩
ছাতকে ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে লায়েক মিয়ার (৪৭) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আসে তার নিজ বাড়ি ছাতকে। রাত সাড়ে ১০ টায় ছাতকের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাজার সামাজ সম্পন্ন হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন- ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খসরু, কাউন্সিলর ছালেক মিয়া, কাউন্সিলর হাজী নাজিমুল হক, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর ইরাজ মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজল নিহতের ভাই রোমন আহমদসহ প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে।
এরআগে গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ছাতক থানা সংলগ্ন সুরমা নদীর গনেশপুর খেয়াঘাট এলাকায় খুন হন উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া। ওই সময় একটি চা স্টলে বসে চা পান করা অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে ছাতক পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবদুল কদ্দুছ শিপলু। এ ঘটনায় নিয়ে উপজেলা জুড়েই ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। ঘটনাস্থল এলাকায় পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

শেয়ার করুন