ছাতকে পারিবারিক মতবিরোধ নিয়ে দু’পক্ষের ঘণ্টাব্যাপি সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারমধ্যে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাতি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- হোসেন মিয়া (৩৫), সুমন আহমদ (২২), জুয়েল মিয়া (২১), রহিম আলী (৫০), ইনজেল মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৩৩)সহ আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক মতবিরোধের কারণে গ্রামের ইনজেল মিয়া তার বোন প্রবাসী কবির মিয়ার স্ত্রীকে মারপিট করেন। তারই সূত্রধরে প্রবাসীর ভাই হোসেন মিয়া ইনজেল মিয়ার উপরে কিছু দিন আগে হামলা করে। এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের মুরুব্বিয়ান সমন্বয়ে আগামী রবিবার (২ জুলাই) একটি সালিশে বসার কথা ছিলো। কিন্তু গ্রামের মুরুব্বিদের কথা অমান্য করে ইনজিল মিয়া, মকবুল আলী, মিজান উদ্দিনসহ অন্যান লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হোসেন মিয়ার বাড়ির কাছাকাছি এসে ডাকাডাকি করলে হোসেন মিয়ার লোকজন দেশীও লাটিসোটা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরলে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।