সুনামগঞ্জের ছাতকে আটকের চেষ্টাকালে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছে অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামিম আহমদ প্রকাশ ওরফে আব্দুল কদ্দুস (৩৫)। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। কদ্দুস উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে কাটা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের ডাকাত আব্দুল কদ্দুসকে আটকের চেষ্টাকালে হাতকড়া লাগানোর সময় ধস্তাধস্তি শুরু করে সে। এক পর্যায়ে পুলিশের হাতে কামড় দিয়ে বস্ত্রহীন হয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। পরে হ্যান্ডকাপটি পাওয়া গেলেও কদ্দুসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদ্দুস একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি। রাত থেকেই এই ডাকাতকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।