ছাতক সুরমা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে জন নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে সেতু সংলগ্ন এলাকাবাসী। রোববার দুপুরে সুরমা সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে এলাকাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ও সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ বরাবরে পৃথক স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুরমা সেতু ও সড়কে কোন ল্যাম্পপোষ্ট এখনো অসচল রয়েছে। সেতুর সংযোগ সড়কে গতিসীমা নির্ধারন ও গতিরোধক নির্মাণ করা হয়নি। ফলে চালকরা সেতুর উপর দিয়ে ইচ্ছে মতো গতিতে গাড়ি যালিয়ে আসা-যাওয়া করছে। এ ছাড়া সড়কে জেব্রা ক্রসিং, কোন ধরনের সাংকেতিক চিহ্ন সম্বলিত সাইবোর্ড ও ট্রাফিক বক্স না থাকায় সুরমা সেতুর উপর দিয়ে আসা-যাওয়া করা যানবাহনগুলো প্রতিনিয়ত প্রতিযোগিতামুলভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। ফলে প্রায়ই সুরমা সেতু ও সড়কে ঘটছে অনাকাংকিত দুর্ঘটনা।
এ ছাড়া বখাটেদের উৎপাত ও সেতুতে অবস্থান করে টিকটকের নামে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারন কার্যক্রম চলছে বাধাহীনভাবে। এ ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ না করা হলে সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে বক্তারা মনে করেন।
মানববন্ধনে ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খছরু, আব্দুস ছালাম মেম্বার, ব্যবসায়ী সালেহ আহমদ, নজরুল ইসলাম বেপারী, আব্দুল মতিন, শাহ আলম, ওবায়দুর রহমান আতিক, শিক্ষক আকরাম উদ্দিন, আহসান হাবিব, আইনূল হক, জাকারিয়া আবেদীন, যুবনেতা মাহফুজ সুয়েব, ছাত্রনেতা আতিকুর রহমান রিয়াদ, বিধান পাল, আবু বকর সিদ্দীক চৌধুরী বক্তব্য রাখেন। এসময় স্থানীয় ইজাজুল হক, আব্দুল কাদির এজাজ, এসএ সুয়েব, আব্বাস উদ্দিন, আকমল হোসেন, শহিদুল ইসলাম, আবু রায়হান, রুমেল মিয়া, আব্দুল বারী রকি, অরুণ চন্দ্র, বাবুল চন্দ্র আব্বাস উদ্দিন, মাস্টার শিহাব, লিজন মিয়া তালুকদার, হবিবুর রহমান হবীব, মিঠু আচার্য, ইশতিয়াক হোসেন, আব্দুর রহিম রায়হান মাহমুদ, ইউসুফ আহমেদ, পাবেল আহমদ, আবু সৈয়দ চৌধুরী, আমজাদ হোসেন, সেলিম উদ্দিন, রাকিব উদ্দিন, জয়নাল, ইমন রিয়াজুদ্দিন,শিপন, সৃজন ঝলক চন্দ, বাধন চন্দ,ওয়াজিবুর,মোঃআলীরাজ,রাহি, অলি,তাওরাত, রোহান, হাবিবুর প্রমূখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে সড়কবাতি, পর্যাপ্ত গতিরোধক, প্রয়োজনী নির্দেশক স্থাপন ও গতিসীমা নির্ধারন করা, বখাটে ও টিকটকের নামে ভিডিও ধারন নিষিদ্ধ করা, সম্পুর্ন সেতু ক্লোস সার্কিট ক্যামেরার আওতায় আনা, যানবাহন চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহন, পুলিশি টহল জোরদার ও ট্রাফিক বক্স স্থাপনের দাবি জানানো হয়।