G-X8PRCEGCWT

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

সুনামগঞ্জে সহদোর ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক মোজাম্মেল হোসেন (৩৫)। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ধর্মপাশা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া (৬৭) ও ঘাতক মোজাম্মেল হোসেন ওই গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পেছনের ডুবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন বড় ভাই কবির মিয়া। এসময় তার পাশেই দা হাতে নিয়ে অবস্থান করছিল ছোট ভাই মোজাম্মেল। হঠাৎ করেই মোজাম্মেল দা দিয়ে কবিরের মাথায় কোপ মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
তবে, ঘাতক মোজাম্মেল মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার। তারা বলেন, মোজাম্মেল বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছে, তার চিকিৎসা চলছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক । তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন