এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। এরইমধ্যে ১৭টি সিনেমায় কাজ করেছেন। আবার নিজের ক্যারিয়ারেরর ১৮তম সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমার নাম ‘শেষ কথা’। পরিচালনা করবেন কাজী মো. ইসলাম, প্রযোজকও তিনি। এতে জয়ের সঙ্গে জুটি বাঁধবেন নবাগতা কাজী জারা টায়রা। সম্প্রতি গাজীপুরের স্বপ্নের ঠিকানা শুটিং স্পটে এর শুটিং শুরু হয়েছে। জয় বলেন, রোমান্টিক গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। এখানে অভিনয়ের অনেক সুযোগ আছে।
আশা করছি একটি উপভোগ্য সিনেমা হবে ‘শেষ কথা’। এ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি কাজী জারা টায়রার সঙ্গে। একটি নতুন জুটিকে সিনেমায় নিয়ে আসার ঝুঁকি নিয়েছেন আমাদের পরিচালক। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো আমরা। জারা বলেন, আমি খুবই এক্সাইটেড সিনেমাটি নিয়ে। আশা করছি খুব ভালো কিছু হবে। এ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক কাজী মো. ইসলাম। জয়-জারা ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন রেবেকা, বড়দা মিঠু, রিনা খান, টাইগার রবিসহ আরও অনেকে।