জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) এর সাধারণ সভা ও তৃ-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুলাই) জালালাবাদ সাহিত্য পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত তিন বছর মেয়াদী পরিষদের নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হন সাদ উদ্দিন খান, সহ সভাপতি আরশ আলী ও মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক মো. মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহা. জাহির আলম, যুব কল্যাণ ও প্রচার সম্পাদক তারেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাবের আহমদ, নির্বাহী সদস্য পদে জাহেদ আহমদ ও লিয়াকত আলী নির্বাচিত হন।
সিলেট সদর উপজেলার জালালাবাদের ইসলামগঞ্জ’র জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের তৃ-বার্ষিক নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাউফের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল খান। সহযোগি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, আতাউর রহমান, ফখরুল ইসলাম, ময়নুল ইসলাম, জামাল আহমদ, আব্দুল হক আলা, তাজুল ইসলাম ও গোলাম রাব্বানী।