সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের একটি স্বর্ণালংকারের দোকানে ঢুকে দোকান কর্মচারীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল ছিনতাইকারী। এসময় কর্মচারীর আর্তচিৎকারে আর্শ্ববর্তী জনতা এসে মুশফিকুর রহমান তানভীর (২২) নামের একজনকে আটক করে। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার মনতাজ আলীর ছেলে। ঘটনার সময় তানভীর ছাড়াও আরও কয়েকজন সাথে ছিল এবং তারা পালিয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে নগরের জিন্দাবাজারের হাজারী মার্কেটে নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন দোকানের জিএম মো. হুমায়ুন কবির।
তিনি বুধবার গণমাধ্যমকে জানান, ‘মঙ্গলবার রাত নয়টার দিকে দোকানের ভিতরে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরে মুশফিকুর রহমান তানভীর নামের ওই ছিনতাইকারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। ভিতরে থাকা প্রতিষ্ঠানের কর্মচারী মারুফ আহমদের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ভীতি প্রদর্শন করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যা সিসি টিভি ফুটেজে ধারণ করা হয়েছে। পরে কর্মচারী মারুফের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তানভীরকে আটক করেন। এসময় অজ্ঞাতনামা আরো ২-৩ জন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তানভীরকে হেফাজতে নেয়।’
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসময় ঘটনাস্থলকে একজনকে আটক করা হয়েছে।