G-X8PRCEGCWT

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ আসর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, মোঃ আশিক মিয়া, সাইফুল আলম কোরেশী, আব্দুল আমিন, শিমুল আহমদ, দিহান আহমদ হারুন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আকবর আলী খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমন আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা আকাশ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন