G-X8PRCEGCWT

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নগরবাসীর পাশে থাকবো: আনোয়ারুজ্জামান

একাত্তর ডেস্ক
প্রকাশিত জুন ২৮, ২০২৩
জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নগরবাসীর পাশে থাকবো: আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে এক আধ্যাত্মিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। নগরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচত করেছেন। সিলেটবাসীর সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে। আওয়ামী লীগ হলো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট আসা পর্যটকদের আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে প্রকৃতি কন্য সিলেটকে এগিয়ে যাবো।

বুধবার (২৮ জুন) ইসকন সিলেট মন্দির প্রাঙ্গনে বেলা ২টায় রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। সবাই এখানে নিজ নিজ ধর্ম পালন করবেন।একে অন্যকে সহযোগিতা করা প্রত্যেক ধর্মেরই মুল শিক্ষা।তাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন জঙ্গিবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের কথা বলেন তিনি।

আলোচনা সভা শেষে রথ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক-এমপি। এরপর, বিকেলে বিশাল শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ শোভাযাত্রাটি ইসকন মন্দির প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, নাইওরপুল, বন্দর, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।

উৎসবের প্রথম দিন ইসকন মন্দির থেকে বেরিয়ে একই পথে ইসকন যুগলটিলা মন্দিরে পৌঁছায়। রথযাত্রায় শত শত নারী-পুরুষ ভক্তপ্রাণ মানুষের সাথে অংশ নেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের সাবেক সাধারন সম্পাদক বলদেব কৃপা দাস, ভক্তিবেদান্ত গীতা একাডেমির পরিচালক নবীন নীল মাধব দাস, ইসকন যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমুখ।

শেয়ার করুন