G-X8PRCEGCWT

দু:স্থ ও প্রতিবন্ধীদের নিয়ে ছাতক প্রেসক্লাবের ইফতার

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩
দু:স্থ ও প্রতিবন্ধীদের নিয়ে ছাতক প্রেসক্লাবের ইফতার

সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর শহরের ডাকবাংলা প্রেসক্লাব রোডের রোকেয়া ম্যানশনস্থ দ্বিতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অসহায় দু:স্থ ও প্রতিবন্ধিদের সাথে ইফতারে সামিল হন প্রেসক্লাবনেতৃবৃন্দ।
ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, নূর উদ্দিন, লুৎফুর রহমান শাওন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম খালেদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাংবাদিক মীর আমান, এ আর ছায়েম, ফজল উদ্দিন, ক্রিড়া লেখক মাহমুদুল হাসান প্রমুখ।
শেষে বিশ্ব মুসলিমের শান্তি ও মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা।

শেয়ার করুন