G-X8PRCEGCWT

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র মো. আব্দুস ছামাদ (৩৩)।
পুলিশ জানায়, মাদক কারবারি ছামাদ দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
এ তথ্য পেয়ে শুক্রবার(৭ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া গ্রামে অবস্থান নেয় পুলিশ। পরে অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় নিজ বসত ঘর থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে মো. আব্দুস ছামাদকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন