G-X8PRCEGCWT

দোয়ারাবাজারে নদী ভাঙনের কবলে রাস্তা ও পঞ্চায়েতি কবরস্থান

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৩
দোয়ারাবাজারে নদী ভাঙনের কবলে রাস্তা ও পঞ্চায়েতি কবরস্থান

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৌলানদীর ভাঙনের কবলে ক্রমেই বিলীন হতে চলেছে গ্রাম্য রাস্তা ও পঞ্চায়েতি কবরস্থান। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঁশতলা অংশে ভয়াবহ এ ভাঙন দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, নতুন বাঁশতলা গ্রামের মানুষজন কবরস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া মৌলানদীর পাড়কে রাস্তা হিসাবে ব্যবহার করে চৌধুরীপাড়া বাজার, হকনগর বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিককালে নদীর পাড় ভেঙে নদীর গর্ভে চলে গেছে, বিলীনের মুখে রয়েছে কবরস্থান। বাঁশতলা, নতুন বাঁশতলা, চৌধুরী পাড়া, মৌলারপাড় ও দক্ষিণ কলোনি গ্রামের একমাত্র পঞ্চায়েতি কবরস্থান। মৌলানদীর ভাঙনে ইতোমধ্যে চলাচলের রাস্তা ও কবরস্থান সংলগ্ন কিছু অংশ ভেঙে গেছে। ওই স্থানে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় নদীতে বিলীন হয়ে যেতে পারে অত্র এলাকার ৫ গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা ও ইতোপূর্বে চিরনিদ্রায় শায়িতদের স্মৃতিচিহ্ন।
চৌধুরী পাড়া গ্রামের সাজিদূর রহমান বলেন, বাঁশতলা অঞ্চলের সর্ব বৃহৎ বাঁশতলা পঞ্চায়েতি কবরস্থান মৌলানদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে। কবরস্থান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আল আমিন বলেন, বাঁশতলা সামাজিক কবরস্থান মৌলানদীর ভাঙনের কবলে রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে চলতি বর্ষায় মৌলানদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে চলাচলের রাস্তা ও কবরস্থান। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আশা করছি, দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

শেয়ার করুন