সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই গ্রামে দুই শিশু মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গোরেশপুর গ্রামের মোহাম্মদ আলীর দেড় বছরের শিশুকন্যা হুমাইয়া জান্নাত এবং দুপুরে একই ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল আলীর দেড় বছরের শিশুকন্যা ফাতেহা বেগম পুকুরের পানিতে ডুবে মারা যায়।
হুমাইয়া জান্নাতের বাবা মোহাম্মদ আলী এবং ফাতেহা বেগমের মা আফছানা বেগম জানান, তাদের শিশু সন্তান দুজনেই নিজ নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদেরকে উঠানে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদেরকে দেখতে পান। পরে তাদেরক উদ্ধার করে ছাতক উপজেলা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানার এসআই আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ না পেয়ে স্ব স্ব পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।