সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালুবাহী ১৩টি বাল্কহেড আটক করা হয়। পরবর্তীতে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে সেগুলো ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১৭ জুন) ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইলকোর্টের অভিযানে এই জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিক আল শাফিন এর নেতৃত্বে মোবাইলকোর্টে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।