চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে বেছে চলচ্চিত্রে কাজ করলেও এরইমধ্যে আইটেম গানেও তাকে পাওয়া গেছে। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে আক্রান্ত হন নিউমোনিয়ায়। আর এই সমস্যা থেকে সামান্য পরিত্রাণ পেলেও মা, বোন ও বোনের সন্তান অস্ট্রেলিয়া চলে যাওয়ার কারণে মন খারাপ এ নায়িকার। এদিকে ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আর তাইতো আগামী ১৭ই ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো।
বিজ্ঞাপন
আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকিট কনফার্ম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা করছি ভালো কিছুই হবে। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।