G-X8PRCEGCWT

নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির প্রথম সভা

একাত্তর ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির প্রথম সভা

বিলেতের নবীগঞ্জ প্রবাসীদের অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট।’ নবীগঞ্জ উপজেলার শিক্ষার কল্যাণে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কাজের ধারা অব্যাহত রেখে সংগঠনটি কাজ করে আসছে যুগ যুগ ধরে। এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা সেবার মানউন্নয়ন কল্পে নবীগঞ্জকে একটি শিক্ষিত জনপদ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠনটির কার্যকরি কমিটির প্রথম সভা গত সোমবার অনুষ্ঠিত হয়ে গেল বারমিংহাম এর একটি স্থানীয় হলে। বেলা ২টা হতে রাত সাড়ে ৭টা পর্যন্ত মৌলিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শুরুতে পবিত্র কোরআন তেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি শাহ আলী হায়দার। সভা সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সংগঠনের সভাপতি মাহতাব মিয়া এবং প্রানবন্ত পরিচালনা করেন সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হাই। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ নুরুল কাছ রিপনের হাতে বিগত কমিটির সফল সাধারণ সম্পাদক আব্দুস শহীদ একাউন্টসহ সংগঠনের সবধরনের কাগজ তুলে দেন।
নতুন কমিটিকে স্বাগত জানাতে বাংলাদেশে উক্ত ট্রাস্ট কর্তৃক পরিচালিত নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের অফিস কক্ষে জড়িত হয়েছিলেন উক্ত ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল আলম, অধ্যক্ষ ফয়সল আহমেদ চৌধুরী, সদস্য রাজীব চন্দ্র দাশ, লোকমান খান, রাসেল মিয়া, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কামরুল হাসান চুনু মিয়া, ট্রাস্টি আবুল বশর সহ অনেকেই।
২০০০ সালে যাত্রা শুরু করেছিলো ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট হিসেবে স্বীকৃত যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। যুগের সাথে তাল মিলিয়ে এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন নতুন কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। কার্যকরি কমিটির সকলের একান্ত প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় ভবনের দ্বিতীয় তলার কাজ শীঘ্রই শুরু হবে।
সংগঠনের সহ-সভাপতি ফকরু উদ্দিন চৌধুরী ভবনে নামাজের সুব্যস্থা করার সুপরামর্শ দেন। সাথে সাথে কার্যকরি কমিটির সদস্য আবু ইউসুফ চৌধুরী বলেন, সাধারণ সদস্যদের নিয়ে ভবিষ্যতে ফ্যামেলি গেট টুগেদারের মাধ্যমে ফান্ড রাইজিং এব ব্যবস্থা করার।
সারাদিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য সহ-সভাপতি ফিরুজ খান সবার প্রশংসায় প্রশংসিত হন। বক্তারা সাধারণ সদস্য নিয়োগের ব্যপারে আরো সবার সহযোগিতা কামনা করেন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- উপদেষ্টা মন্ডলির সদস্য ছরুক মিয়া, আবু সুফিয়ান এবং কার্যকরি কমিটির ফিরোজ খান, শাহ আলী হায়দার, মোহাম্মদ হাদিছ মিয়া, ফকরু উদ্দিন চৌধুরী, মোতাহির মিয়া চৌধুরী, আবু তাহের, তমিমুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, এনায়েতুর রহমান খান, আবু ইউসুফ চৌধুরী, আবু তাহের এমবিই, মুজিবুর রহমান, বদরুল আলম, মরতুজা মিয়া, আবুল ফয়েজ, শেখ শামীম আহমদ, জিল্লুর রহমান, আতিকুর রহমান লিটন, শাহ মোবাশ্বির আলী, আলী হায়দার, জাবেদ হোসাইন প্রমুখ।
পরিশেষে সভার সন্মানিত সভাপতি মাহতাব মিয়া সমাপনী বক্তব্যে ট্রাস্টের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। উক্ত সভায় বিপুল সংখ্যক ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন