এটিএন বাংলা ইউকের উদ্যোগে আগামী ১৮ জুন, রবিবার পূর্ব লন্ডনের চেডওয়েল হিথের মে ফেয়ার ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ মুস্তাক বাবুল।
৩জুন শুক্রবার বেলা ৩টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুস্টিত হয়। এ টিএন বাংলা ইউকের হেড অব নিউজ মুস্তাক বাবুলের সম্পাদিত আয়োজিত সংবাদ সম্মেলনে এ টি এন বাংলার সিইও হাফিজ আলম বক্স বলেন, দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। নানা প্রান্তে ছড়িয়ে পড়া বাংলাদেশিরা নিয়মিত ভাবে পিঠা মেলা, বৈশাখী ও ঈদ মেলার মতো নানান আয়োজনে জানান দিচ্ছেন নিজেদের সরব উপস্থিতি। এরমাধ্যমে প্রবাসে তারা সুউচ্চে তুলে ধরছেন দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি।
পাশাপাশি এটি নিজস্ব ব্যবসা-বাণিজ্যের প্রচারণারও সুবর্ণ সুযোগ তুলে ধরছে। আপনারা অবগত আছেন যে, এইসব আয়োজনের প্রধানতম কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পূর্ব লন্ডন। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাঙালিদের নানান বর্ণের রঙের মেলার জগতে নতুন সংযোজন হতে যাচ্ছে এটিএন বাংলা ইউকের ঈদ মেলা।
তিনি আরো বলেন, আগামী ১৮ জুন সুপরিচিত ইভেন্ট ভেন্যু মে ফেয়ারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঈদ মেলায় প্রাধান্য দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতিকে। কিভাবে ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসবের সঙ্গে একটি জাতির রুচি, চিন্তা-চেতনা, বাণিজ্য এবং সংস্কৃতির সংযোগ ঘটে ঈদমেলার মাধ্যমে এটিএন বাংলা ইউকে এই বিষয়টিকেই তুলে ধরতে চাইছে।
তিনি বলেন, ঈদুল আজহার প্রায় দশদিন আগে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদ মেলার মাধ্যমে আমরা বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সৌখিন ব্যবসায়ীদের পণ্য এবং ব্যবসায়িক ভাবনাকে আপনাদের সামনে হাজির করবো। এরমাধ্যমে আমরা যেমন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচিতির বিস্তৃতি ঘটাতে চাই তেমনিভাবে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্ষুদ্র শিল্পকেও সমান প্রাধান্য দিতে চাই ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এটিএন বাংলা ইউকের ঈদমেলার স্পন্সর হিসেবে রয়েছে কমিউনিটির ব্যবসা সফল কিছু প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিলেতের শীর্ষ বাংলাদেশি মিডিয়া প্রতিষ্ঠানগুলো। মেলায় বাংলাদেশি পণ্য এবং খাদ্যের প্রদর্শন, বিক্রির পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। তাতে অংশ নেবেন খ্যাতনামা ব্রিটিশ বাংলাদেশি শিল্পীগণ ।
১৮ জুন, রবিবার বেলা ১২ থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত আটটা পর্যন্ত। এটিএন বাংলা ইউকের পর্দায় মেলার সরাসরি সম্প্রচার করা হবে। সাম্প্রতিক সময়ে প্রচারণায় বিশেষ মাত্রা যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সর্বব্যাপী বিস্তৃত অনলাইন মাধ্যম ইউটিউব এবং ফেইসবুক গোটা বিশ্বকে যেনো এক সূতোয় বেঁধে দিয়েছে। এটিএন বাংলা ইউকের ঈদমেলার প্রচারণা এবং সরাসরি সম্প্রচারে আমরা বেছে নিয়েছি প্রযুক্তির
অন্যতম আলোচিত এই দুটি মাধ্যমকেও।
এরফলে যেমন ঈদমেলার বিপুল বিস্তৃতি ঘটবে তেমনি উপকৃত হবেন আমাদের স্পন্সরগণ এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এটি মেলাকে আরো বেশি সর্বজনীন করে তুলবে আমাদের বিশ্বাস। ইউটিউব, ফেইসবুকের মাধ্যমে মেলা দেখতে সামিল হওয়া দর্শকদের প্রতিটি ক্লিকে সংশ্লিষ্ট স্পন্সর এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও ব্যবসায়িকভাবে লাভবান হবে বলেও আমরা বিশ্বাস করি । মেলায় স্টল বরাদ্দ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যারা আগ্রহী তারা নিচে উল্লেখিত নাম্বারে ১৬ জুন, শুক্রবার পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।
আমরা তাই দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এটিএন বাংলা ইউকের ঈদমেলা প্রকৃত অর্থে কমিউনিটিরই ঈদমেলা ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবং প্রশ্নের উত্তর দেন সিইও হাফিজ আলম বক্স, ইভেন্ট কো-অর্ডিনেটর এবং হেড অব প্রোগ্রাম জি এম পল, স্পন্সর আব্দুল মুনিম সালিক ও এশা খান রাশেদ।