G-X8PRCEGCWT

ছাতকে আলোচিত লায়েক হত্যা মামলা
প্রধান আসামি শিপলুর আগাম জামিন লাভ

সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৩
<span style='color:#077D05;font-size:19px;'>ছাতকে আলোচিত লায়েক হত্যা মামলা</span> <br/> প্রধান আসামি শিপলুর আগাম জামিন লাভ

লায়েক মিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুস শিপলু

ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুস শিপলু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার আসামি শহরের মন্ডলীভোগ জংলিগড় এলাকার তাজ উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস শিপলুকে চার সপ্তাহের জামিন প্রদান করেছেন।
২৮ মার্চ মঙ্গলবার রাতে ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন মন্ডলীভোগ জংলিগড় এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের পুত্র লায়েক মিয়া। এ ঘটনায় ৩১ মার্চ শুক্রবার রাতে ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে
একটি হত্যা মামলা (নং২৫) দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন মৃত লায়েক মিয়ার ভাই আজিজুল ইসলাম।
ওই মামলায় মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করেন মামলার এজাহার আসামি আব্দুল কুদ্দুস শিপলু। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্টে আসামি পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী মোঃ কামাল উদ্দিন।

শেয়ার করুন