G-X8PRCEGCWT

প্রেমের টানে ভারত থেকে জৈন্তাপুরে, অতঃপর আটক তরুণী

একাত্তর ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
প্রেমের টানে ভারত থেকে জৈন্তাপুরে, অতঃপর আটক তরুণী

ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে এসেছেন নাইকো দাস (১৯) নামের এক তরুণী। প্রেমিক আলমাস উদ্দিনকে (২৫) বিয়ে করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামে ছুটে আসেন তিনি।
আলমাস উদ্দিন নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। নাইকো দাস ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।
খবর পেয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জৈন্তাপুরের গোয়াবাড়ি মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
আটকের পর নাইকো দাস জানান, ফেসবুকে আলমাস নামের বাংলাদেশি ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলমাসের কথামতো তাকে বিয়ে করতে তিনি নিজ দেশ ছেড়ে সিলেট চলে আসেন।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আসাদুন নবী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন