G-X8PRCEGCWT

ফাজিল চিশতে ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩
ফাজিল চিশতে ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ফাজিল চিশত এলাকায় ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ফাজিল চিশতের স্যামসাং শো-রুমের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম উত্তম। তিনি সিলেটের জালালবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- প্রাথামিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবু মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে লাশে ময়না তদন্ত করা হবে।

শেয়ার করুন