G-X8PRCEGCWT

ফেঞ্চুগঞ্জ সারকারখানার চোরাইমালসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩
ফেঞ্চুগঞ্জ সারকারখানার চোরাইমালসহ যুবক আটক

সিলেটে ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের চোরাই মালামালসহ অয়েছ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বর্জ্য পানি সরবরাহ লাইন নির্মাণ কাজে ব্যবহৃত চোরাইকৃত লোহার পাইপ উদ্ধার ও জব্দ করা হয়।

 

ফেঞ্চুগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চোরাইকৃত লোহার পাইপসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অয়েছ উপজেলার বড়াউট জেটিঘাট এলাকায় মৃত ফিরু মিয়ার ছেলে।

 

এই ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন