G-X8PRCEGCWT

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

একাত্তর ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ৩টায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সুচনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবু।
এরপর একটি আনন্দ র‌্যালি নগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিকাল ৫টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কেক কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সহ অন্যান্য সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করলে বাংলাদেশ আরো দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বক্তারা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চান। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার জন্য দেশে বিদেশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সকল নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাবে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সবসময় আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি বিগত বন্যায় ও করোনার মহামারীতে তাদের সকল নেতৃবৃন্দ একযোগে কাজ করে গেছে এবং আগামীতে যে কোন দূর্যোগ মোকাবিলায় এভাবে জনগণের পাশে থাকবে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সারা বাংলাদেশে শেখ হাসিনার ভিশনকে সফল করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যক্রম যে কোনো অঙ্গ সহযোগী সংগঠনের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। বক্তারা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভূয়সী প্রশংসা করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ (রুনু)’র সভাপতিত্বে ও মো: মামনুন রশিদ, মোস্তফা উল্লাহ, ওমর ইসলাম ফয়ছল এবং মুক্তা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট বিভাগের সভাপদি অধ্যাপক মো: আমিনুল ইসলাম, জেলার সভাপতি অধ্যাপক মো: নাজমুল হোসাইন, মহানগরে সভাপতি জেসমিন নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.জেড রওশন জেবিন রুবা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিখা মনি, মেঘলা আকাশ, ঢাকা বিভাগ কমিটির সভাপতি শামস জাহান ইতি, ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক, জয়পুর হাট জেলা শাখার সভাপতি মাহমুদ হোসাইন, পৌর শাখার সভাপতি মিসেস রোকসানা পারভীন তুহিন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস কে বিলাল হোসেন, সিলেট বিভাগ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি শামীমা আক্তার ঝিনু, জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ইসলাম ফয়ছল, সিনিয়র সহ-সভাপতি মিসেস মুক্তা পারভীন, সহ-সভাপতি আবু বক্কর পারভেজ, জয়পুর হাট জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসাইন, সিলেট যুবলীগ নেতা মো: রাশেদুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক শাহজাহান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলার সহ-সভাপতি টিপু সুলতান সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারত হতে আগত ফকিরা গানের দল। বিজ্ঞপ্তি

শেয়ার করুন