বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সরকার থাকা অবস্থায় দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই সরকার থাকা অবস্থায় খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বিএনপির যা যা করা দরকার সব করতে হবে। আওয়ামী লীগের নির্বাচন কমিশন ভেঙে নতুন করে গঠন করতে হবে।
তিনি শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এরআগে সরকার পতনের এক দফা দাবিতে বিকালে কালো পতাকা মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টের পথসভায় এসে শেষ হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।